Articles of Wahed

খোলা কলাম 

১৮ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিঃ ; 
মোঃ আব্দুল ওয়াহেদ 
নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ 


"সকাল সকাল ঘুমায় যারা
সকাল সকাল উঠে ওঠে
সুস্থ সবল ধনী আর 
বিজ্ঞ তারাই হবে । "

ছোটকাল থেকেই আমরা প্রায় সকলেই পরিচিত এই কবিতাটির সাথে। কিন্তু বাস্তবে তার প্রয়োগ কই?

সকালে ঘুম থেকে ওঠার একটা বড় সুবিধা হচ্ছে সময়ের বরকত। বেশি রাত্রি জাগরণ কারীদের জন্য আবার খুব সকালে ওঠা মারাত্মক অস্বাস্থ্যকর বটে। যান্ত্রিকতার এই যুগে আমরা শহর কেন্দ্রীয় লোকসমাজে বসবাস করি এবং শহরের সাধারণ নিয়ম মেনেই অনেক রাতে ঘুমাতে যাই। ফলস্বরূপ সকালে উঠতে দেড়ি হয়ে যায়। সকালে তাড়াতাড়ি না উঠলে কখনো একজন সময়নিষ্ঠ ব্যক্তিত্ব গঠন সম্ভবপর নয়। 

সকালে উঠলে প্রকৃতির সাথেও একটা সাক্ষাৎ গড়ে ওঠে।  মারাত্মক যান্ত্রিকতার পরিবেশ বাদে  সাধারণ শহুরে আবাসিক এলাকাতেও প্রচুর পাখপাখালির আওয়াজ শোনা যায়। সকালের পরিবেশ টা থাকে শান্ত। গাড়ির হর্ণ এবং ফেরিওয়ালার ভেঁপু বিহীন এই সময়টাতে যেকোনো কাজ মনোযোগ সহকারে করা যায়। 

আমিও আজ খুব সকালে উঠে কিছু পড়াশোনা করলাম। সময় টা ভালোই লাগছে। আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করি। সবাই তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন,ধন্যবাদ।