আমিহীন সেদিন || মোঃ আব্দুল ওয়াহেদ

     আমিহীন সেদিন  

কলমে : মোঃ আব্দুল ওয়াহেদ

----------------------------------------------------

রহিবো না সেদিন; আজিকের মতো

রাখিবো নিভৃত মোর মনস্কাম যতো।


সেদিনও পূব গগণের বুকে উঠিবে নতুন ঊষা 

বহিবে প্রভাত বায়ু কিন্তু রহিবে না মোর ভাষা।


সেদিন প্রত্যুষে সুপ্রভাত আর বলিবো না তোমায়

পথের পরে তুমি আর কভু দেখিবে না আমায়। 


সেদিনও মাঝি বাহিবে বৈঠা, উড়ায়ে রঙিন কেতন

হাজারো ডাকিবে মোরে,তবু পাইবো না চেতন।


সুয়েই রহিবো সেদিন;হইবে সবের ইতি

আঙিনা জুড়িয়া বহিবে সেদিন করুণ সুরের গীতি।


মোর আচারে পাইয়াছো বেদন কত 

পারিলে মুছিয়া দিও মোর আঘাতের ক্ষত।


প্রথম প্রকাশঃ ২২ জুন ২০২১ খ্রিঃ

  পুনঃপ্রকাশঃ ১৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ 

    

কপিরাইট স্বত্ব

©️লেখক কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।