একুশ আমার অহংকার


২১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ
মোঃ আব্দুল ওয়াহেদ 
নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। 

কে বলে সালাম নেই?
নেই জব্বার,বরকত;
ওদের যাত্রাপথে সূর্য ওঠে-
আজও পলাশ ফোটে। 

বুকের তাজা রক্ত  রাজপথে ঢেলে দিয়ে মায়ের মুখের ভাষার সম্মান রক্ষিত হয়েছিলো আজকের এই দিনটিতে। বাংলা আমাদের মুখের ভাষা, মায়ের ভাষা। পৃথিবীতে বাঙালিই একমাত্র জাতি যাকে ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে।  মাতৃভাষা আমাদের সহজাত সাবলীল ভাষা। বাংলা আমাদের অহংকার।  এই বাংলার জন্য বাঙালিকে হাজারো ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়েছিলো। 

আজ আমরা মুক্তভাবে মায়ের ভাষায় কথা বলতে পারছি। যাদের আত্মত্যাগে আমাদের মুখের বুলি ফিরেছে সেই মহান বীরদ্বিগকে স্বশ্রদ্ধ সালাম। 

শুধু মাত্র আজকের দিনটিতে নয়। বাঙালির অস্তিত্ব থাকা পর্যন্ত জাতির কাছে চির স্মরণীয় সেই সব শহীদ। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যারা আমাদের কে আজ প্রাণ খুলে মত প্রকাশের সুযোগ করে দিয়েছে তাদের আত্মা কে প্রশান্তি দান করুন।  

বাংলা আমাদের,  একে রক্ষার দায়িত্ব আমাদের। বাংলার ভাবগম্ভীর্য রক্ষায় সকলের প্রত্যক্ষ ভুমিকা রাখা উচিত। বাংলার বিকৃতি রক্ষায় কাজ করতে হবে।