বৃষ্টিদিনে শব্দখেলা
মোঃআব্দুল ওয়াহেদ
-------------------------------------------
ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পরে
নদী-নালা, মাঠ পরে।
কৃষক তখন ফসল গড়ে
সৃষ্টিকর্তার অশেষ বরে।

বৃষ্টি দেয় খাল ভরিয়ে
আবর্জনা দেয় ধুয়ে
ব্যাঙ মাতে গান গেয়ে
গাছ বাঁচে জল খেয়ে।

খেয়ার জেলেও মাছ পায়
সুজন মাঝি গান গায়
হাঁস ভাসে লাল পায়
পক্ষীকূল নীড়ে ধায়।

গরু-ছাগল ঘরে রয়
মিষ্টি-শীতল বাতাস বয়
গেরস্ত কর্ম নয় ছয়
আলসেমিই করে জয়।

ছাতা মাথায় পথিক চলে
জলের ছিটায় পাতা টলে
কদম-কেয়া গাছে দোলে
মাছ ভেসে যায় নতুন জলে।

আমিও ভাই এসব দেখে
ছনঘরের ঐ চালার নিচে
শায়ক আর দোয়াত লয়ে
শব্দ নিয়ে চলি খেলে। 


[লিপিবদ্ধ করণঃ ০২ রা জুলাই ২০২০ খ্রিঃ]
[প্রথম প্রকাশঃ ২০ অক্টোবর ২০২১ খ্রিঃ]
[পুনঃপ্রকাশঃ ১৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ]

 


©️ লেখক কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।