অমর মুজিব
                                  
                             ~মোঃ আব্দুল ওয়াহেদ 

––––––––––◾◾◾––––––––––

হে মুজিব, হে অমর, হে মহীয়ান! 

এই স্বাধীন বাংলা তোমারই অবদান। 

তোমারই তরে বাঙালি পেয়েছে সম্মান 

তাইতো গায়ছে আজি তোমারই জয়গান। 


তোমাকে ভালোবেসেই বাঙালি দিয়েছে প্রাণ

এভাবেই তো রচেছে যত রক্ত-রাঙা বিজয়গান।

আজও রয়েছো তুমি ভরিয়ে বাঙালির প্রাণ

লাল-সবুজের দেশটা যেনো তোমারই অনুদান। 


কে বলে মরেছে মুজিব? হায় হায়

বাঙালি যারে দিয়াছে ঠাঁই।

না মুজিব, তুমি মরো নাই ;

তোমারই জয়গান বাঙালি গেয়ে যায়। 


আজও বলি মুজিব, তুমি মরো নাই 

বজ্র হুঙ্কার তোমার আজও শুনিতে পাই।

সুঠাম দেহখানি তোমার জমিন 'পরে নাই

তবুও বাঙালি শুধু মুজিব-মুজিব ধায়।


তোমার কীর্তি আজ গাইছে জাতি বেশ

অমর থাকবে তুমি কাল-কালান্তর-অশেষ। 


[প্রথম প্রকাশঃ ১৫ ই আগস্ট ২০২১ খ্রিঃ]

[পুনঃপ্রকাশঃ ২৮ জুন ২০২২ খ্রিঃ]

 

©️ লেখক কর্তৃক সর্বস্বত্ত্ব অধিকার সংরক্ষিত।