জন্মপত্রীয় লিপি
                     ~ মোঃ আব্দুল ওয়াহেদ 
------------------------------------------------- 

আজও ভুলি নি, ঝুমা

সাদর সম্ভাষিতে তোমা।

সহস্র শুভ নিয়ো জমা,

সম্ভাষণ-কাব্যত্রুটি করিয়ো ক্ষমা। 


অবগত রয়েছো মনোবাসী

আমি যে, কাব্য-বিলাসী। 

শুভক্ষণের রাণী সুবাসি,

ন্যূন শব্দ-ধারা দিলাম ফাঁসি। 


শুভ দিবসে শুভ ধারা বয়,

করো নাকো সংসার ভয়।

তোমারে ভীতু কেজন কয়? 

নিষ্ঠায় করো সারা বিশ্ব-জয়। 


প্রভুর নিকটে আর্জি জানাই, 

থেকো সুখী সদা চাই।

প্রভু বিনা অক্ষম তাই

তাঁর করুণায় মাগিয়ো ঠাঁই।


শুভক্ষণের এই শুভ কামনা

জরা-জীর্ণ , গ্লানি-যাতনা,

মুছে যাক সব দুঃখ-ঘটনা,

শুষে যাক যত অশ্রু-রচনা। 


একটা কর্ম দিলাম ধরে -

লালিয়াছেন যিনি স্রষ্টার বরে

হাজারো সালাম সাজায়ে ভাঁড়ে

পৌঁছিয়ো সেই জননীর তরে। 


নষ্ট নাহি করিতে চাই

তোমার শুভক্ষণ হায়।

বিদায়ী সম্ভাষণ তাই

বলিবার বিকল্প যে নাই। 


পরিশেষে, আবার প্রস্থান জানাই ;

শুভক্ষণে তোমার শুভ গান গাই।

নহে কবি তাই, কাব্য ত্রুটি হায়

আকুল ক্ষমা চাই; চলি, বিদায়।


[প্রকাশকালঃ ১৫ ই জুলাই ২০২২ খ্রিঃ]


©️ লেখক কর্তৃক সর্বসত্ত্ব অধিকার সংরক্ষিত।